রাজবাড়ীতে পুলিশের উপর হামলা মামলায় পৌর বিএনপির সভাপতি সম্পাদক সহ বিএনপির ২৭ নেতাকর্মী কারাগারে
- প্রকাশের সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
- / ১৮০১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ ২৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার রাজবাড়ী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, পুলিশের উপর হামলা, রিক্সা ভাংচুর সহ বিভিন্ন অভিযোগে গত ৯ সেপ্টেম্বর বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় জেলা বিএনপির সহ সভাপতি অ্যড. আসাদুজ্জামান লাল ও সাবেক আহ্বায়ক নঈম আনছারী গ্রেফতার হয়েছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হন।
বাকী আসামিদের মধ্যে ২৭ জন উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তাদেরকে চার সপ্তাহ সময় দিয়ে নি¤œ আদালত থেকে জামিন নিতে নির্দেশ দেয়া হয়। বুধবার ছিল তাদের জামিনের শেষদিন। এদিন পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল ইসলাম ফারুক, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল সবুর শাহীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক আকমল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খানগঞ্জ ইউপি চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর, জেলা বিএনপির তাঁত ও মৎস্যজীবী সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন, গোলাম মর্তুজা, কাউসার আহমেদসহ ২৭ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।