রাজবাড়ীতে ৫৭ জেলের কারাদন্ড ॥ ২৭০ কেজি ইলিশ ও ১ লাখ ৯০ হাজার মিটার জাল জব্দ
- প্রকাশের সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ১৫৫৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৫৭ জেলেকে আটক, ২৭০ কেজি ইলিশ জব্দ এবং এক লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্প এবং স্থানীয় মৎস্য বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কালুখালী উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ আহরণ করার সময় ১৭ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে একশ ৬০ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, রাজবাড়ী সদর ও পাংশা উপজেলার অভিযানে ৪০ জন আটকসহ ৯০ হাজার মিটার কারেন্ট জাল একশ ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
জব্দকৃত ইলিশ এতিম খানায় দান এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।