বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ১৪৪০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে মিরুল মোল্লা (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত মিরুল একই গ্রামের হেলাল মোল্লার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জনৈক আব্দুল মজিদ মুন্সীর বাড়ির নারকেল গাছে উঠে নারকেল পেরে নামার সময় পাতা ধরলে তা বিদ্যুতের তারে জড়িয়ে সেও বিদ্যুতায়িত হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে তাৎক্ষণিক ফোন করে। বিদ্যুৎ বন্ধ করে দেয়ার পর সে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :