Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ভিত্তিক কেকেএস ভাষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • / ১৯০৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সুকুমার বৃত্তি উন্নয়ন ও উন্নত মূল্যবোধ গড়ার লক্ষ্যে রোববার সকালে মাছপাড়া বহূমুখী উচ্চ বিদ্যালয় ও দুপুর ২টায় গোপালপুুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় “কেকেএস ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা -২০১৮” অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতে মধ্যদিয়ে আনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফুরা খাতুন, প্রধান শিক্ষক, মাছপাড়া বহূমুখী উচ্চ বিদ্যালয় এবং সভাপত্বি করেন মোঃ নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক, গোপালপুুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় রাজবাড়ী। ১০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো আবৃত্তি , অভিধান থেকে শব্দ বের করা , গল্প বলা , ছড়া লিখন , কুইজ , শব্দ দিয়ে অনুচ্ছেদ , সুন্দর হাতের লেখা ,বাগধারা দিয়ে বাক্য গঠন ,বানান সংশোধন ও উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুল ভিত্তিক কেকেএস ভাষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮

জনতার আদালত অনলাইন॥কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সুকুমার বৃত্তি উন্নয়ন ও উন্নত মূল্যবোধ গড়ার লক্ষ্যে রোববার সকালে মাছপাড়া বহূমুখী উচ্চ বিদ্যালয় ও দুপুর ২টায় গোপালপুুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় “কেকেএস ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা -২০১৮” অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতে মধ্যদিয়ে আনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফুরা খাতুন, প্রধান শিক্ষক, মাছপাড়া বহূমুখী উচ্চ বিদ্যালয় এবং সভাপত্বি করেন মোঃ নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক, গোপালপুুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় রাজবাড়ী। ১০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো আবৃত্তি , অভিধান থেকে শব্দ বের করা , গল্প বলা , ছড়া লিখন , কুইজ , শব্দ দিয়ে অনুচ্ছেদ , সুন্দর হাতের লেখা ,বাগধারা দিয়ে বাক্য গঠন ,বানান সংশোধন ও উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।