Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ ও সচেতনতামূলক সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
  • / ১৫৩৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে নিষিদ্ধ সময়ে বিরত থাকা জেলেদেরকে রাজবাড়ীতে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন ও সচেতনতামূলক সভা রোববার সকালে সদর উপজেলার গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান প্রমুখ।
বক্তারা ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ না ধরতে জেলেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মা ইলিশ ধরলে প্রকারান্তরে জেলেরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ, একটি ইলিশ মাছ থেকে অনেকগুলো ইলিশ মাছ জন্ম নেবে। তখন ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠবে জালে।
জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুমে জেলার চার হাজার ছয়শ ৪০ জেলেকে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল সহায়তা দেয়া হবে। রোববার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চারশ ৭১ জন, বরাট ইউনিয়নের আড়াইশ জন এবং চন্দনী ইউনিয়নের পাঁচশ ছয় জন জেলেকে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ ও সচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে নিষিদ্ধ সময়ে বিরত থাকা জেলেদেরকে রাজবাড়ীতে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন ও সচেতনতামূলক সভা রোববার সকালে সদর উপজেলার গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান প্রমুখ।
বক্তারা ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ না ধরতে জেলেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মা ইলিশ ধরলে প্রকারান্তরে জেলেরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ, একটি ইলিশ মাছ থেকে অনেকগুলো ইলিশ মাছ জন্ম নেবে। তখন ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠবে জালে।
জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুমে জেলার চার হাজার ছয়শ ৪০ জেলেকে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল সহায়তা দেয়া হবে। রোববার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চারশ ৭১ জন, বরাট ইউনিয়নের আড়াইশ জন এবং চন্দনী ইউনিয়নের পাঁচশ ছয় জন জেলেকে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল দেয়া হয়েছে।