রাজবাড়ীতে আসছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামীলীগের ৪ কেন্দ্রীয় নেতা
- প্রকাশের সময় : ০৮:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
- / ১৭২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ আগামীকাল রাজবাড়ীতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তার সাথে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুর রহমান এমপি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মহিবুল আলম চৌধুরী নওফেল।
দুপুর ১২ টায় রাজবাড়ী রেলওয়ে ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। অপর তিন কেন্দ্রীয় নেতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
এর আগে পাংশায় উন্নয়নমূলক একটি প্রকল্পের উদ্বোধন ও কর্মীসভায় তাদের যোগদানের কথা রয়েছে।
নেতৃবৃন্দের আগমন উপলক্ষে রাজবাড়ী রেলওয়ে ময়দানে ইতিমধ্যে বিশাল প্যান্ডেল নির্মাাণের কাজ চলছে। স্থানীয় নেতাকর্মীরা তাদের সাদর অভ্যর্ত্থনা জানাতে মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে।