রাজবাড়ীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন পাংশা উপজেলা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 09:39:08 pm, Sunday, 23 September 2018
- / 2102 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অলাইন ॥ রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব Ñ ১৭তে পাংশা উপজেলা একাদশ চ্যম্পিয়ন হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাংশা উপজেলা একাদশ ২Ñ১ গোলে বালিয়াকান্দি উপজেলা একাদশকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। খেলা শেষে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে অন্যদের মঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান প্রমুখ। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রজণ করে।
Tag :