কেকেএস এর উদ্যোগ || ৪ স্কুলে ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা
- প্রকাশের সময় : ০১:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
- / ১৯৯৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সকাল০৯..০০ টা বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দুপুর০২.০০টায় রাজধরপুর উচ্চ বিদ্যালয়ে “কেকেএস ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা -২০১৮”অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রাজধরপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ ওয়াহিদুর জামান, শেখ আবদুল মাজেদ, সহকারি প্রধানশিক্ষক, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং সভাপত্বি করেন সচিন্দ্রনাথ মন্ডল, সহকারি প্রধান শিক্ষক, রাজধরপুর উচ্চ বিদ্যালয়। প্রতিটি স্কুলে ১০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো আবৃত্তি , অভিধান থেকে শব্দ বের করা , গল্প বলা , ছড়া লিখন , কুইজ , শব্দ দিয়ে অনুচ্ছেদ , সুন্দর হাতের লেখা ,বাগধারা দিয়ে বাক্য গঠন ,বানান সংশোধন ও উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
এর আগে ২৮এপ্রিল সুরাজ মোহিনী ইনষ্টিটিউট,খানখানাপুর ও দুপুর০২.০০টায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে “কেকেএস ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা -২০১৮”অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম লাল, চেয়ারম্যান, খানখানাপুর ইউনিয়ন পরিষদ, খানখনাপুর। বিশেষ অতিথি মোঃ শফিঊল্লা, প্রধান শিক্ষক, খানখানাপুর তমিজুদ্দিন খান. মোঃ মুজাফ্ফর হোসেন, প্রকল্পকর্মকর্তা, কেকেএস সমৃদ্ধি, খানখানাপুর। সভাপতিত্ব করেন সিরাজ উদ্দিন বিশ্বস, প্রধান শিক্ষক, সুরাজ মোহিনী ইনষ্টিটিউট,খানখানাপুর । প্রতিটি স্কুলে ১০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো আবৃত্তি , অভিধান থেকে শব্দ বের করা , গল্প বলা , ছড়া লিখন , কুইজ , শব্দ দিয়ে অনুচ্ছেদ , সুন্দর হাতের লেখা ,বাগধারা দিয়ে বাক্য গঠন ,বানান সংশোধন ও উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।