Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চৈত্র সংক্রান্তি পালিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
  • / ১৫৮৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে রাজবাড়ীতে শুক্রবার চৈত্র সংক্রান্তি উৎসব পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, কর্মজীবী কল্যাণ সংস্থা ও বর্ষবরণ উদযাপন পরিষদ পৃথক পৃথকভাবে এ উৎসব পালন করে।
কর্মজীবী কল্যান সংস্থার উদ্যোগে বিকেলে শহরের বকুলতলায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন কেকেএস এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার। একই সাথে ‘ভেতরে আমার সুন্দর মন প্রকাশে ধরেছি তুলি ও রং’ শিরোনামে সরকারি আদর্শ মহিলা কলেজের দেয়ালে ছবি আঁকেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমসহ প্রথিতযশা শিল্পীরা।
অপরদিকে বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বিকেলে শহরের আযাদী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
এছাড়া রাজবাড়ী জেলা প্রশাসন দিনটি উপলক্ষে সুন্দর হাতের লেখা ও রাস্তায় আল্পনা আঁকার প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চৈত্র সংক্রান্তি পালিত

প্রকাশের সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে রাজবাড়ীতে শুক্রবার চৈত্র সংক্রান্তি উৎসব পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, কর্মজীবী কল্যাণ সংস্থা ও বর্ষবরণ উদযাপন পরিষদ পৃথক পৃথকভাবে এ উৎসব পালন করে।
কর্মজীবী কল্যান সংস্থার উদ্যোগে বিকেলে শহরের বকুলতলায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন কেকেএস এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার। একই সাথে ‘ভেতরে আমার সুন্দর মন প্রকাশে ধরেছি তুলি ও রং’ শিরোনামে সরকারি আদর্শ মহিলা কলেজের দেয়ালে ছবি আঁকেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমসহ প্রথিতযশা শিল্পীরা।
অপরদিকে বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বিকেলে শহরের আযাদী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
এছাড়া রাজবাড়ী জেলা প্রশাসন দিনটি উপলক্ষে সুন্দর হাতের লেখা ও রাস্তায় আল্পনা আঁকার প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।