Dhaka ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে রাস্তায় সন্তান প্রসব করলেন মানসিক প্রতিবন্ধী এক নারী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
  • / ১৪৯০ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। ঠিক এসময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে রাস্তার উপর সন্তান প্রসব করেছে মানসিক প্রতিবন্ধী এক নারী। বৃহস্পতিবার দুপুরে ঘটে এ ঘটনা। সদ্যজাত সন্তানসহ ওই নারী বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে সদ্যজাত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এগিয়ে আসেনি কেউ। তাই তার অনাগত ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা। শিশুটি ঠিক মতো বেড়ে উঠবে তো? তার নাগরিক ও সামাজিক অধিকার পাবে তো?
নারুয়া বাজার এলাকার বাসিন্দারা জানান, মানসিক প্রতিবন্ধী ওই নারী প্রায় এক মাস ধরে নারুয়া বাজারের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতো। রাতে সে একটি বন্ধ স-মিল ঘরে থাকতো। কিন্তু কেউ বুঝতে পারেনি সে অন্তসত্ত¦া। বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে হঠাৎই বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া বাজারে সড়কের উপর একটি পুত্র সন্তান প্রসব করে। ওই সময় স্থানীয় লোকজন এগিয়ে আসে। তখনও ওই নারী যন্ত্রণায় কাতরাচ্ছিল। স্থানীয় দুইজন নারী তাকে ও নবজাতককে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
নারুয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম মাষ্টার জানান, মানসিক প্রতিবন্ধী ওই নারীর সন্তান প্রসবের বিষয়টি জানতে পেরে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করেছি।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস,এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন। তাদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত শিশুটির পিতৃপরিচয় নিয়ে কেউ এগিয়ে আসেনি। জানা যায়নি তার ঠিকানাও। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। মা ও নবজাতক পুরোপুরি সুস্থ হওয়ার পর সবাই মিলে বসে তাদের জন্য কী করা যায় এবং শিশু সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে রাস্তায় সন্তান প্রসব করলেন মানসিক প্রতিবন্ধী এক নারী

প্রকাশের সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টার ॥ ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। ঠিক এসময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে রাস্তার উপর সন্তান প্রসব করেছে মানসিক প্রতিবন্ধী এক নারী। বৃহস্পতিবার দুপুরে ঘটে এ ঘটনা। সদ্যজাত সন্তানসহ ওই নারী বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে সদ্যজাত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এগিয়ে আসেনি কেউ। তাই তার অনাগত ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা। শিশুটি ঠিক মতো বেড়ে উঠবে তো? তার নাগরিক ও সামাজিক অধিকার পাবে তো?
নারুয়া বাজার এলাকার বাসিন্দারা জানান, মানসিক প্রতিবন্ধী ওই নারী প্রায় এক মাস ধরে নারুয়া বাজারের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতো। রাতে সে একটি বন্ধ স-মিল ঘরে থাকতো। কিন্তু কেউ বুঝতে পারেনি সে অন্তসত্ত¦া। বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে হঠাৎই বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া বাজারে সড়কের উপর একটি পুত্র সন্তান প্রসব করে। ওই সময় স্থানীয় লোকজন এগিয়ে আসে। তখনও ওই নারী যন্ত্রণায় কাতরাচ্ছিল। স্থানীয় দুইজন নারী তাকে ও নবজাতককে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
নারুয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম মাষ্টার জানান, মানসিক প্রতিবন্ধী ওই নারীর সন্তান প্রসবের বিষয়টি জানতে পেরে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করেছি।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস,এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন। তাদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত শিশুটির পিতৃপরিচয় নিয়ে কেউ এগিয়ে আসেনি। জানা যায়নি তার ঠিকানাও। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। মা ও নবজাতক পুরোপুরি সুস্থ হওয়ার পর সবাই মিলে বসে তাদের জন্য কী করা যায় এবং শিশু সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।