Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আবোল তাবোল এর ২৫ বছর পূর্তি উৎসবে বর্ণিল আয়োজন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • / ১৪৮৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর শিশু সংগঠন আবোল তাবোল এর রজত জয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সজ্জনকান্দায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে তিন দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন আবোল তাবোল এর প্রধান পৃষ্ঠপোষক সাবিত্রী চক্রবর্তী।
উৎসবে সংগঠনের নবীণÑপ্রবীণ সদস্যদের মিলনমেলার পাশাপাশি চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা খায়রুল আলম সবুজ, নরেশ ভূইয়া, নাট্যনির্মাতা অরুণ চৌধুরী, অভিনেত্রী আফরোজা বানু, আজমেরী হক বাঁধনের মত চলচ্চিত্র ও টেলিভিশনের তারকাদের উপস্থিতি নিঃসন্দেহে ভিন্নমাত্রা যোগ করেছে।
উদ্বোধনী দিনের আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি সবিতা চন্দ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এমএ মান্নান, অভিনেতা খায়রুল আলম সবুজ, মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের প্রাক্তন সদস্য টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে সংবর্ধনা জানানো হয়। জেলার বিভিন্ন সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। সংবর্ধনা জানানো হয় শিল্প ও সাহিত্যপ্রেমি প্রকৌশলী একেএম রফিকউদ্দিনকে।
উৎসবের শেষ দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি রাজবাড়ীর কৃতি সন্তান চিত্রনায়িকা রোজিনাকে সংবর্ধনা জানানো হবে।
আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি অ্যড. দেবাহুতি চক্রবর্তী তার অনুভূতি প্রকাশ করে বলেন, ২৫ বছর উদযাপনে দেশে ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবোল তাবোল সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে এ উৎসব। ২৫ বছরের দীর্ঘ এ যাত্রা সত্যিই আনন্দদায়ক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আবোল তাবোল এর ২৫ বছর পূর্তি উৎসবে বর্ণিল আয়োজন

প্রকাশের সময় : ০৮:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর শিশু সংগঠন আবোল তাবোল এর রজত জয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সজ্জনকান্দায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে তিন দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন আবোল তাবোল এর প্রধান পৃষ্ঠপোষক সাবিত্রী চক্রবর্তী।
উৎসবে সংগঠনের নবীণÑপ্রবীণ সদস্যদের মিলনমেলার পাশাপাশি চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা খায়রুল আলম সবুজ, নরেশ ভূইয়া, নাট্যনির্মাতা অরুণ চৌধুরী, অভিনেত্রী আফরোজা বানু, আজমেরী হক বাঁধনের মত চলচ্চিত্র ও টেলিভিশনের তারকাদের উপস্থিতি নিঃসন্দেহে ভিন্নমাত্রা যোগ করেছে।
উদ্বোধনী দিনের আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি সবিতা চন্দ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এমএ মান্নান, অভিনেতা খায়রুল আলম সবুজ, মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের প্রাক্তন সদস্য টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে সংবর্ধনা জানানো হয়। জেলার বিভিন্ন সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। সংবর্ধনা জানানো হয় শিল্প ও সাহিত্যপ্রেমি প্রকৌশলী একেএম রফিকউদ্দিনকে।
উৎসবের শেষ দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি রাজবাড়ীর কৃতি সন্তান চিত্রনায়িকা রোজিনাকে সংবর্ধনা জানানো হবে।
আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি অ্যড. দেবাহুতি চক্রবর্তী তার অনুভূতি প্রকাশ করে বলেন, ২৫ বছর উদযাপনে দেশে ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবোল তাবোল সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে এ উৎসব। ২৫ বছরের দীর্ঘ এ যাত্রা সত্যিই আনন্দদায়ক।