রাজবাড়ীতে ৪০ জেলের কারাদন্ড॥ ৬০ হাজার মিটার জাল ও ১১৫ কেজি ইলিশ জব্দ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
- / ১৫৪২ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করার অপরাধে মঙ্গলবার রাজবাড়ীতে ৪০ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফি ও রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর থেকে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারকালে ২ দফায় ৪০ জেলেকে আটক, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ১১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ১৯ জনকে ১০ দিন করে এবং ২১ জনকে ৭দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।
Tag :