Dhaka 10:53 am, Sunday, 5 February 2023

কালুখালীতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 08:42:49 pm, Friday, 22 September 2017
  • / 1510 জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামে তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়  দৈনিক জনতার আদালত পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য হাসান শেখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকার প্রভাবশালী আব্দুস সালাম ও তার ভগ্নিপতি রেজাউল করিম ক্ষমতার দাপট দেখিয়ে  বড় বাংলাট গ্রামের তিন ফসলি জমিতে সম্পূর্ণ অবৈধভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। নির্মাণাধীন ইটভাটার কাছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি কমিউনিটি ক্লিনিক, হাট বাজার এবং ইউনিয়ন পরিষদ অবস্থিত। এছাড়া রয়েছে প্রচুর ফসলি জমি। ইটভাটা নির্মাণ হলে কৃষিকাজে প্রতিবন্ধকতাসহ এলাকার জনগণ, শিক্ষক শিক্ষার্থীর সমূহ ক্ষতি হবে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। সবকিছু উপেক্ষা করে চলছে ইটভাটা নির্মাণ কাজ।
হাসান শেখ জানান, ইটভাটা নির্মাণ বন্ধের জন্য তিনি সোচ্চার থাকায় ভাটার মালিকরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তিনি আশঙ্কা করছেন ভাটার মালিকরা তাকে ও তার সহযোগীদের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।
এলাকাবাসী পরিবেশ বিধ্বংসীকারী ইটভাটা নির্মাণ বন্ধ ও তাদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানান।
জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : 08:42:49 pm, Friday, 22 September 2017

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামে তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়  দৈনিক জনতার আদালত পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য হাসান শেখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকার প্রভাবশালী আব্দুস সালাম ও তার ভগ্নিপতি রেজাউল করিম ক্ষমতার দাপট দেখিয়ে  বড় বাংলাট গ্রামের তিন ফসলি জমিতে সম্পূর্ণ অবৈধভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। নির্মাণাধীন ইটভাটার কাছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি কমিউনিটি ক্লিনিক, হাট বাজার এবং ইউনিয়ন পরিষদ অবস্থিত। এছাড়া রয়েছে প্রচুর ফসলি জমি। ইটভাটা নির্মাণ হলে কৃষিকাজে প্রতিবন্ধকতাসহ এলাকার জনগণ, শিক্ষক শিক্ষার্থীর সমূহ ক্ষতি হবে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। সবকিছু উপেক্ষা করে চলছে ইটভাটা নির্মাণ কাজ।
হাসান শেখ জানান, ইটভাটা নির্মাণ বন্ধের জন্য তিনি সোচ্চার থাকায় ভাটার মালিকরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তিনি আশঙ্কা করছেন ভাটার মালিকরা তাকে ও তার সহযোগীদের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।
এলাকাবাসী পরিবেশ বিধ্বংসীকারী ইটভাটা নির্মাণ বন্ধ ও তাদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানান।
জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।