বালিয়াকান্দিতে ইজবাইক চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / ১৪১৩ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদহ নামক স্থানে রোববার দুপুরে ইজিবাইক চাপায় ঐশি নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে একই গ্রামের ইউসুফ শেখের মেয়ে ও স্থানীয় কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ইজিবাইকটিকে আটক করে রাখে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Tag :