রাজবাড়ীতে পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

- প্রকাশের সময় : 08:52:37 pm, Tuesday, 20 June 2017
- / 1403 জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ ওদের কারো বাবা নেই। কারো বাবা থেকেও নেই। অনেকের কেউই নেই। আবার কারো বাবাÑমা আছে কীনা সেটাই জানেনা। রাস্তাÑঘাট আর স্টেশনে কটে দিন রাত। কোনোদিন দুবেলা ভাত জোটে। কোনোদিন অভুক্তই কেটে যায়। ভিক্ষা অথবা পথের পাশে পড়ে থাকা অবাঞ্ছিত জিনিস কুড়ানোই ওদের পেশা। এসব শিশুরা নতুন জামার কথা কল্পনাই করতে পারেনা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাকারী প্রতিষ্ঠান এডি ফিল্মস এর কর্মীরা গতকাল সোমবার এসব ছিন্নমূল আর পথশিশুদের হাতে তুলে দিয়েছে নতুন পোশাক। রাজবাড়ী রেলওয়ে স্টেশনে তিন থেকে ১৫ বছর বছর বয়সী ৩০ জন শিশুর মাঝে এসব পোশাক বিতরণ করা হয়। ঈদের নতুন জামা পেয়ে খুশীতে মেতে ওঠে শিশুরা। ঈদের নতুন পোশাক পেয়ে খুবই খুশী মোমিন। জানালো, কখনও নতুন জামা পরিনি। মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে পুরনো জামা কাপড় পরেছি। এবার ঈদে নতুন জামা পরবো। তাই খুব খুশী লাগছে।
এডি ফিল্মস এর অন্যতম কর্ণধার মনিরুজ্জামান মুন্না বলেন, ঈদ সবার জন্যই আনন্দের হওয়া উচিৎ। আমাদের এ ক্ষুদ্র উদ্যোগে যদি পথশিশুরা যদি একটু আনন্দ খুঁজে পায় তাতেই আমাদের স্বার্থকতা।
পোশাক বিতরণকালে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ রায়, কাজী দিপ্তী, সুরুজ মিয়া, শিউলি শেখ, বৃষ্টি আক্তার ও স্মৃতি ইসলাম।