রাজবাড়ীতে কৃষক প্রশিক্ষণ
- প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- / ১৪৭৪ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ সবজী উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শ্রীনিবাস দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সবজি উৎপাদন করতে হলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। এ প্রশিক্ষণের জ্ঞান অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের কৃষিকে আরও সমৃদ্ধশালী করে তুলতে হবে।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।