Dhaka ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিসি ক্যামেরার আওতায় রাজবাড়ী শহর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
  • / ১৪১৯ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ সিসি ক্যামেরার আওতায় এসেছে রাজবাড়ী শহর। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এর ফলে শহরের কোথাও অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হলে তাৎক্ষণিক পুলিশ তৎপর হয়ে উঠবে। অপরাধীকে সনাক্ত করাও সহজ হবে। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বসানো হচ্ছে এসব সিসি ক্যামেরা।
রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ ৩৬টি পয়েন্টে পর্যায়ক্রমে এ সিসি ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যে শহরের প্রাণকেন্দ্র ১ নং রেলগেট, জলিল খান সুপার মার্কেটের কাছে, মনাক্কা টাওয়ার, প্রধান সড়কের আযাদী ময়দানের সামনেসহ ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এ প্রসঙ্গে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যেই রাজবাড়ী বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থপনের জন্য আমি দফায় দফায় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সভা করেছি। সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং আপামর জনগণের সুবিধা হবে। এখন কেউ ইচ্ছে করলেই অপরাধ সংঘটিত করতে পারবে না। আগামিতে পুরো রাজবাড়ী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিসি ক্যামেরার আওতায় রাজবাড়ী শহর

প্রকাশের সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ সিসি ক্যামেরার আওতায় এসেছে রাজবাড়ী শহর। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এর ফলে শহরের কোথাও অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হলে তাৎক্ষণিক পুলিশ তৎপর হয়ে উঠবে। অপরাধীকে সনাক্ত করাও সহজ হবে। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বসানো হচ্ছে এসব সিসি ক্যামেরা।
রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ ৩৬টি পয়েন্টে পর্যায়ক্রমে এ সিসি ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যে শহরের প্রাণকেন্দ্র ১ নং রেলগেট, জলিল খান সুপার মার্কেটের কাছে, মনাক্কা টাওয়ার, প্রধান সড়কের আযাদী ময়দানের সামনেসহ ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এ প্রসঙ্গে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যেই রাজবাড়ী বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থপনের জন্য আমি দফায় দফায় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সভা করেছি। সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং আপামর জনগণের সুবিধা হবে। এখন কেউ ইচ্ছে করলেই অপরাধ সংঘটিত করতে পারবে না। আগামিতে পুরো রাজবাড়ী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।