রাজবাড়ী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সদর উপজেলা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
- / ২৪০৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ী সদর উপজেলা একাদশ। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী কাজী হেদায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজবাড়ী সদর উপজেলা একাদশ ১-০ গোলে বালিয়াকান্দি উপজেলা একাদশকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে সদর উপজেলা একাদশের অধিনায়ক শাহীন জয়সূচক গোলটি করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ। এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজাদ রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ প্রমুখ।
Tag :