Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ফরিদপুর সফরেই ২য় পদ্মা সেতুর ঘোষণা চায় রাজবাড়ীবাসী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / ১৪৮৪ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ফরিদপুর সফরে যাচ্ছেন। স্বভাবতই প্রতিবেশি রাজবাড়ী জেলার মানুষেরও উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ ও প্রত্যাশার শেষ নেই। রাজবাড়ীবাসীর আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর সফরেই তাদের প্রাণের দাবি দৌলতদিয়াÑপাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর ঘোষণা দেবেন। এজন্য রাজবাড়ী জেলার বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন, সমাবেশ ও রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে। যেখানে দ্বিতীয় পদ্মা সেতু ছাড়াও রাজবাড়ী জেলার উন্নয়নে আরও নয়টি দাবি রয়েছে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে; বালিয়াকান্দির পদমদীতে মীর মশাররফ হোসেন বিশ^বিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, চারুকলা ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট, মেরিন টেকনোলজি প্রতিষ্ঠা, আন্তর্জাতিকমানের একটি স্টেডিয়াম নির্মাণ, এক হাজার আসন বিশিষ্ট মিলনায়তন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, হাইটেক পার্ক নির্মাণ, গোয়ালন্দের জামতলা থেকে পাংশা পর্যন্ত বেরিবাঁধের রাস্তাটিকে পর্যটন মহাসড়কে রূপান্তর, রাজবাড়ীতে রেলওয়ের বিভাগীয় অফিস, রাজবাড়ী শহর বাইপাস সড়ক নির্মাণ, স্থানীয় চাহিদা পূরণে সক্ষম  একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জেলার উন্নয়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে মহাপরিকল্পনা প্রণয়ন।
এর আগে রাজবাড়ী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ’ এর ব্যানারে বেলা সাড়ে ১০টায় রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এক ঘণ্টা কাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি শংকর চন্দ্র সিনহা, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনীরুল হক মুনীর, উদীচী রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, জেলা উদীচীর সাংস্কৃতিক সম্পাদক আব্দুল জব্বার, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ। নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর ফরিদপুর সফরেই ২য় পদ্মা সেতুর ঘোষণা চায় রাজবাড়ীবাসী

প্রকাশের সময় : ১২:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭

রাজবাড়ী প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ফরিদপুর সফরে যাচ্ছেন। স্বভাবতই প্রতিবেশি রাজবাড়ী জেলার মানুষেরও উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ ও প্রত্যাশার শেষ নেই। রাজবাড়ীবাসীর আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর সফরেই তাদের প্রাণের দাবি দৌলতদিয়াÑপাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর ঘোষণা দেবেন। এজন্য রাজবাড়ী জেলার বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন, সমাবেশ ও রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে। যেখানে দ্বিতীয় পদ্মা সেতু ছাড়াও রাজবাড়ী জেলার উন্নয়নে আরও নয়টি দাবি রয়েছে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে; বালিয়াকান্দির পদমদীতে মীর মশাররফ হোসেন বিশ^বিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, চারুকলা ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট, মেরিন টেকনোলজি প্রতিষ্ঠা, আন্তর্জাতিকমানের একটি স্টেডিয়াম নির্মাণ, এক হাজার আসন বিশিষ্ট মিলনায়তন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, হাইটেক পার্ক নির্মাণ, গোয়ালন্দের জামতলা থেকে পাংশা পর্যন্ত বেরিবাঁধের রাস্তাটিকে পর্যটন মহাসড়কে রূপান্তর, রাজবাড়ীতে রেলওয়ের বিভাগীয় অফিস, রাজবাড়ী শহর বাইপাস সড়ক নির্মাণ, স্থানীয় চাহিদা পূরণে সক্ষম  একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জেলার উন্নয়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে মহাপরিকল্পনা প্রণয়ন।
এর আগে রাজবাড়ী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ’ এর ব্যানারে বেলা সাড়ে ১০টায় রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এক ঘণ্টা কাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি শংকর চন্দ্র সিনহা, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনীরুল হক মুনীর, উদীচী রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, জেলা উদীচীর সাংস্কৃতিক সম্পাদক আব্দুল জব্বার, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ। নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।