রাজবাড়ীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার
- প্রকাশের সময় : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
- / ২২২৭ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ম্যাজিক। সারা বিশ^ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। কী দ্রুত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এতো দ্রুত আর কোন দেশ জিডিপি সাত দশমিক এক এ নিয়ে যেতে পারেনি। শেখ হাসিনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে চলেছে। এখন আমরা গরীব দেশ নই। বাংলাদেশ এখন নি¤œ মধ্যবিত্ত আয়ের একটি দেশ।
তিনি শনিবার বিকেলে রাজবাড়ী কাজী হেদায়েত স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রীড়া দিয়ে একটি জাতির পরিচয় তৈরি হতে পারে। ক্রীড়া দিয়ে একটি জাতির উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা সম্ভব। এমন অনেক দেশ আছে যারা রাজনৈতিক, অর্থনৈতিক বা কোনো দিক থেকে এগিয়ে নেই। কিন্তু খেলাধুলাকে অবলম্বন করে তারা বিশে^র বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের খেলাধুলাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের ছবি সম্বলিত বিলবোর্ড এখন বিশে^র অনেক দেশেই দেখা যায়। এটা কম কথা নয়। ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। এই ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফি। সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা।
এ টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করছে।