রাজবাড়ীতে নারী দিবস উপলক্ষে মানববন্ধন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 05:37:42 pm, Sunday, 5 March 2017
- / 1404 জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার॥ ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রাÑবদলে যাবে বিশ^, কর্মে নতুন মাত্রা’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি থেকে পান্না চত্ত্বর পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় এক সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন মোল্লা, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বা হী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফি প্রমুখ।
Tag :