রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৩৩২ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীÑকুষ্টিয়া রেলপথের রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশন এলাকায় মঙ্গলবার বিকেলে ট্রেনে কাটা পড়ে আকতার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাজধরপুরে। তিনি বেলগাছির ডাঙ্গিপাড়া গ্রামে তার শ^শুর বাড়িতে বসবাস করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আকতার হোসেন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। বেলগাছি স্টেশন বাজারে একটি চায়ের দোকানে চা খেয়ে তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে রেলপথ পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। হঠাৎই রেল লাইনের উপর পড়ে যান। ওই সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী কালুখালী ভাটিয়াপাড়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটিতে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার ওসি হারুন মজুমদার জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tag :