রাজবাড়ীতে পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে যাত্রী সাধারণ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৩৯৪ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট রাজবাড়ীতেও পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। চলাচল করেনি লোকাল পরিবহনগুলোও। ফলে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। যাত্রীদেরকে অটোরিক্সা, মাহেন্দ্র পরিবহন অথবা বিকল্প পরিবহনে গন্তব্যে পৌছাতে দেখা গেছে।
রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ জানান, মিশুক মুনীর, তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় চালকের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। গতকালও (সোমবার) অপর এক চালককে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এর প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রতি রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে।
Tag :