কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 02:10:52 pm, Sunday, 19 February 2017
- / 1646 জন সংবাদটি পড়েছেন
কালুখালী প্রতিনিধি ॥ দৌলতদিয়াÑকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার মহিমশাহী চাঁদপুর এলাকায় শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সালাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে সজোড়ে ধাক্কা খান। ওই সময় ট্রাক ও মোটরসাইকেল রাস্তার নীচে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সালাউদ্দিন।
রাজবাড়ীর গান্ধীমারা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।
Tag :