বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৪৩৮ জন সংবাদটি পড়েছেন
বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে শামুকখোলা নামক স্থানে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক ফজলুর রহমান নিহত হয়েছেন। তার বাড়ি একই গ্রামে। এঘটনায় অটোরিক্সার দুই যাত্রী আহত হয়। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, রামদিয়া বাজার থেকে অটোরিক্সাটি দুজন যাত্রী নিয়ে বহরপুর যাবার সময় বিপরীতমুখি একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক ফজলুর রহমান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Tag :