Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গণগ্রন্থাগারের জন্য বই দিলেন জেলা প্রশাসক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / ১৪২৪ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা মহোদয় চাকুরী প্রার্থী/লাইব্রেরির পাঠকদের জন্য বই কিনে দিলেন। তিনি গতকাল রোববার দুপুরে নিজ অফিসে সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এর কাছে আনুষ্ঠানিকভাবে এ সকল বই প্রদান করেন। এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মানোয়ার হোসেন মোল্লা এবং লাইব্রেরির কয়েকজন পাঠক/শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বইগুলির নামঃ প্রফেসর্স কী টু গভঃ ব্যাংক জব-৫(পাঁচ)সেট, প্রফেসর্স বিসিএস রিটেন-০১(এক)সেট, বাংলা-০১(এক) সেট, ইংরেজি-০১ (এক)সেট, গণিত-০১(এক)সেট, বাংলাদেশ-০১ (এক)সেট, আন্তর্জাতিক বিষয়-০১(এক)সেট, বিজ্ঞান-০১(এক)সেট এবং মানসিক দক্ষতা-০১(এক)সেট।মোট ১৩(তের)সেট বই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণগ্রন্থাগারের জন্য বই দিলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৭:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা মহোদয় চাকুরী প্রার্থী/লাইব্রেরির পাঠকদের জন্য বই কিনে দিলেন। তিনি গতকাল রোববার দুপুরে নিজ অফিসে সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এর কাছে আনুষ্ঠানিকভাবে এ সকল বই প্রদান করেন। এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মানোয়ার হোসেন মোল্লা এবং লাইব্রেরির কয়েকজন পাঠক/শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বইগুলির নামঃ প্রফেসর্স কী টু গভঃ ব্যাংক জব-৫(পাঁচ)সেট, প্রফেসর্স বিসিএস রিটেন-০১(এক)সেট, বাংলা-০১(এক) সেট, ইংরেজি-০১ (এক)সেট, গণিত-০১(এক)সেট, বাংলাদেশ-০১ (এক)সেট, আন্তর্জাতিক বিষয়-০১(এক)সেট, বিজ্ঞান-০১(এক)সেট এবং মানসিক দক্ষতা-০১(এক)সেট।মোট ১৩(তের)সেট বই।