গোয়ালন্দে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা
- প্রকাশের সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / 22
গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সক্রিয়করনের তৃতীয় পর্যায় প্রকল্প সমন্বয়কারী মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। উপস্থিত উপজেলা প্রশাসনিক মনির হোসেন, উপজেলা উপজেলা সহকারী প্রকৌশলী এলজিডি লিয়াকত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন মোঃ টিপু সুলতান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ শহিদুল ইসলাম, ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে ইউপি চেয়ারম্যান গনদের গ্রাম আদালতের কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে উপজেলায় যে দুটি ইউনিয়নে এখনো চেয়ারম্যান রয়েছে। যাতে করে ন্যায় ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হয় এবং উচ্চ আদালতে মামলার জট কমে। কমিটির সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসার কে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বৃদ্ধির জন্য অনুরোধ জানান।