Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
রাজবাড়ীতে বিজ্ঞান ও গণিত উৎসব

খুদে শিক্ষার্থীদের অসাধারণ উপস্থাপনা নজর কেড়েছে সবার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 31

  আইন স্টাইনের মহাবিশ^ এবং আবিস্কারের পথ, মানব শরীরের তন্ত্র, বিজ্ঞানের জয়গান, পরমাণুর গহীনে শক্তির সন্ধানে, বিজ্ঞানের বিস্ময়- এমন নানা শিরোনামে বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা তৈরি করেছে ছোট্ট ছোট্ট শিশুরা। ‘রাজবাড়ী আর্যভট্ট গণিত পাঠশালা’র উদ্যোগে শনিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ৩য় গণিত ও বিজ্ঞান উৎসবে দেখা গেছে এ চিত্র।

উৎসবে দেয়াল পত্রিকা ছাড়াও বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, প্রাইমারী বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, সুডোকু, রুবিক্স কিউবিকসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়।

 উৎসব প্রাঙ্গনের উত্তর পাশে শিক্ষার্থীরা বসেছে তাদের প্রজেক্ট নিয়ে দক্ষিণ পাশে দেয়ালিকা প্রদর্শন করা হচ্ছে। মহাবিশ^, সৌরজগৎ, সূর্য, গ্রহ ইত্যাদি বিষয়ের বর্ণনা দিয়ে ছবি এঁকে দেয়ালিকা তৈরি করেছে চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা। একই শ্রেণির তিন শিক্ষার্থী স্বর্ণালী বিশ^াস, আরাধ্য সরকার ও অভিজিৎ তৈরি করেছে বøাকহোল বিষয়ক। বিজ্ঞানের সাধারণ জ্ঞান, চাঁদের দশাকাল ইত্যাদি বিষয়ে চমৎকার দেয়ালিকা করেছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী মাইশা আনজুম, হালিমা আক্তার ও অরণী। অরণী জানায়, সে ও তার দুই বন্ধু মিলে পাঁচ দিন ধরে দেয়ালিকাটি তৈরি করেছে। তাদের একজন আইডিয়া করেছে, একজন এঁকেছে ও একজন লিখেছে। সৃষ্টিশীল করার অদম্য ইচ্ছা থেকেই তারা দেয়ালিকা তৈরি করেছে। এটা করতে পেরে তারা খুবই খুশী।

দেয়ালিকা দেখতে আসা অনেকেই বলছেন, বিজ্ঞানের প্রতি ক্ষুদে শিক্ষার্থীদের আগ্রহ সত্যিই অবাক করার মত।

আর্যভট্ট গণিত পাঠশালার কোÑঅর্ডিনেটর ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম বলেন, ২০১৭ সাল থেকে আর্যভট্ট গাণিত পাঠশালা রাজবাড়ীতে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের নানা উপস্থাপনার মাধ্যমে যুক্ত করেছে। তাদের মূল চাওয়া ছেলে মেয়েরা যেন গণিত ও বিজ্ঞানকে ভয় না পেয়ে বেশি বেশি আগ্রহী হয়ে ওঠে। তারা একটি বিজ্ঞানমনষ্ক আধুনিক প্রজন্ম গড়ে তুলতে চান।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোমিনুল ইসলাম, ইইউবির ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান ফারজানা আলম, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী গোল্ডেন জুটের এমডি মাসেম সরদার প্রমুখ। সভাপতিত্ব করেন আর্যভট্ট গণিত পাঠশালার সভাপতি শাহরুখ আলম অমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভয়কে জয় করে বিজ্ঞানকে জানতে হবে। বিজ্ঞানমনস্ক জাতি কখনও তকোনো কিছুতে পিছেয়ে থাকেনা। প্রচুর বই পড়তে হবে। । শিক্ষক, গুণীজন ও বড়দের সম্মান করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিজ্ঞান ও গণিত উৎসব

খুদে শিক্ষার্থীদের অসাধারণ উপস্থাপনা নজর কেড়েছে সবার

প্রকাশের সময় : ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

  আইন স্টাইনের মহাবিশ^ এবং আবিস্কারের পথ, মানব শরীরের তন্ত্র, বিজ্ঞানের জয়গান, পরমাণুর গহীনে শক্তির সন্ধানে, বিজ্ঞানের বিস্ময়- এমন নানা শিরোনামে বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা তৈরি করেছে ছোট্ট ছোট্ট শিশুরা। ‘রাজবাড়ী আর্যভট্ট গণিত পাঠশালা’র উদ্যোগে শনিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ৩য় গণিত ও বিজ্ঞান উৎসবে দেখা গেছে এ চিত্র।

উৎসবে দেয়াল পত্রিকা ছাড়াও বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, প্রাইমারী বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, সুডোকু, রুবিক্স কিউবিকসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়।

 উৎসব প্রাঙ্গনের উত্তর পাশে শিক্ষার্থীরা বসেছে তাদের প্রজেক্ট নিয়ে দক্ষিণ পাশে দেয়ালিকা প্রদর্শন করা হচ্ছে। মহাবিশ^, সৌরজগৎ, সূর্য, গ্রহ ইত্যাদি বিষয়ের বর্ণনা দিয়ে ছবি এঁকে দেয়ালিকা তৈরি করেছে চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা। একই শ্রেণির তিন শিক্ষার্থী স্বর্ণালী বিশ^াস, আরাধ্য সরকার ও অভিজিৎ তৈরি করেছে বøাকহোল বিষয়ক। বিজ্ঞানের সাধারণ জ্ঞান, চাঁদের দশাকাল ইত্যাদি বিষয়ে চমৎকার দেয়ালিকা করেছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী মাইশা আনজুম, হালিমা আক্তার ও অরণী। অরণী জানায়, সে ও তার দুই বন্ধু মিলে পাঁচ দিন ধরে দেয়ালিকাটি তৈরি করেছে। তাদের একজন আইডিয়া করেছে, একজন এঁকেছে ও একজন লিখেছে। সৃষ্টিশীল করার অদম্য ইচ্ছা থেকেই তারা দেয়ালিকা তৈরি করেছে। এটা করতে পেরে তারা খুবই খুশী।

দেয়ালিকা দেখতে আসা অনেকেই বলছেন, বিজ্ঞানের প্রতি ক্ষুদে শিক্ষার্থীদের আগ্রহ সত্যিই অবাক করার মত।

আর্যভট্ট গণিত পাঠশালার কোÑঅর্ডিনেটর ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম বলেন, ২০১৭ সাল থেকে আর্যভট্ট গাণিত পাঠশালা রাজবাড়ীতে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের নানা উপস্থাপনার মাধ্যমে যুক্ত করেছে। তাদের মূল চাওয়া ছেলে মেয়েরা যেন গণিত ও বিজ্ঞানকে ভয় না পেয়ে বেশি বেশি আগ্রহী হয়ে ওঠে। তারা একটি বিজ্ঞানমনষ্ক আধুনিক প্রজন্ম গড়ে তুলতে চান।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোমিনুল ইসলাম, ইইউবির ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান ফারজানা আলম, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী গোল্ডেন জুটের এমডি মাসেম সরদার প্রমুখ। সভাপতিত্ব করেন আর্যভট্ট গণিত পাঠশালার সভাপতি শাহরুখ আলম অমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভয়কে জয় করে বিজ্ঞানকে জানতে হবে। বিজ্ঞানমনস্ক জাতি কখনও তকোনো কিছুতে পিছেয়ে থাকেনা। প্রচুর বই পড়তে হবে। । শিক্ষক, গুণীজন ও বড়দের সম্মান করতে হবে।