Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অতিরিক্ত ডিআইজির পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • / ১০৩৮ জন সংবাদটি পড়েছেন

 অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সরোয়ার হোসেন শনিবার রাজবাড়ীর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে বলেছেন, দুর্গাপূজায় চার স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে আনন্দে দুর্গাপূজা পালন করতে পারে এজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোলের নাম্বার প্রতিটি মন্দিরের কমিটির কাছে দেওয়া হবে। যাতে কোনো সমস্যা হলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সকালের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারব। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলায় মোট ৪৪১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি দেখতেই তিনি রাজবাড়ী জেলায় এসেছেন। রাজবাড়ীর সকল মন্দিরের প্রস্তুতি ভালো রয়েছে। আমাদের উদ্দেশ্য সবাই যেন পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা।

রাজবাড়ী শহরের হরিতলা, বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দির, লক্ষীকোল হািরসভা, পাটবাজারসহ বিভিন্ন মন্ডপ তিনি পরিদর্শন করেন। পরে তিনি পাংশা, বালিয়াকান্দি উপজেলার মন্ডপগুলো পরিদর্শন করেন।

এসময় রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, দপ্তর সম্পাদক তন্ময় দাস, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দত্ত তাপস, সাধারণ সম্পাদক ডা. সমীর কুমার দাস, রাজবাড়ী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেশ চক্রবর্তী দোদো, সজ্জনকান্দা সার্বজনীন কালী মন্দিরের সভাপতি অলোক কুমার সরকার, সাধারণ সম্পাদক দেবু কুমার সরকার, সজ্জনকান্দা বড়পুল হরিতলা মন্দির কমিটির সভাপতি গণেশ মিত্র, মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন সোম, সাধারণ সম্পাদক কিশোর শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অতিরিক্ত ডিআইজির পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশের সময় : ০৯:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

 অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সরোয়ার হোসেন শনিবার রাজবাড়ীর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে বলেছেন, দুর্গাপূজায় চার স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে আনন্দে দুর্গাপূজা পালন করতে পারে এজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোলের নাম্বার প্রতিটি মন্দিরের কমিটির কাছে দেওয়া হবে। যাতে কোনো সমস্যা হলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সকালের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারব। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলায় মোট ৪৪১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি দেখতেই তিনি রাজবাড়ী জেলায় এসেছেন। রাজবাড়ীর সকল মন্দিরের প্রস্তুতি ভালো রয়েছে। আমাদের উদ্দেশ্য সবাই যেন পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা।

রাজবাড়ী শহরের হরিতলা, বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দির, লক্ষীকোল হািরসভা, পাটবাজারসহ বিভিন্ন মন্ডপ তিনি পরিদর্শন করেন। পরে তিনি পাংশা, বালিয়াকান্দি উপজেলার মন্ডপগুলো পরিদর্শন করেন।

এসময় রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, দপ্তর সম্পাদক তন্ময় দাস, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দত্ত তাপস, সাধারণ সম্পাদক ডা. সমীর কুমার দাস, রাজবাড়ী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেশ চক্রবর্তী দোদো, সজ্জনকান্দা সার্বজনীন কালী মন্দিরের সভাপতি অলোক কুমার সরকার, সাধারণ সম্পাদক দেবু কুমার সরকার, সজ্জনকান্দা বড়পুল হরিতলা মন্দির কমিটির সভাপতি গণেশ মিত্র, মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন সোম, সাধারণ সম্পাদক কিশোর শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।