স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় হত্যা বলে অভিযোগ পরিবারের
গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- প্রকাশের সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৬৩ জন সংবাদটি পড়েছেন
ফরিদপুরের মধুখালীতে রুমা সুলতানা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে, রুমার বোন লাকি সুলতানা দাবি করেছেন, রুমার স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় তার বোনকে হত্যা করা হয়েছে। লাকি রাজবাড়ীর পাংশা উপজেলার জাগীর মালঞ্চি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
লাকি সুলতানা অভিযোগ করে বলেন, ৪ বছর আগে আমার বোন ভালবেসে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের শওকত আলী ফকিরের ছেলে সাগর হোসেনকে বিয়ে করে। বিয়ের পর থেকেই অত্যাচার করে আসছিল রুমাকে। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয়। তার বয়স প্রায় দেড় বছর। রুমার স্বামী সাগর সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়ে। যার একাধিক প্রমান আমাদের নিকট রয়েছে। আমার বোনকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পিতা মাতাহীন আমার বোনকে এমন ভাবে নির্যাতন করে মেরে ফেলল এই বিচার কে করবে, তাদের অর্থের কাছে কি আমার বোন হত্যার বিচার আমরা পাব না। থানায় গিয়ে মামলা করতে পারিনি আমরা কোথায় যাব।
ঘটনার পর সাগর হোসেনের পিতা আমার ভাই ফয়সাল মোল্যাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, রুমা সুলতানা গলায় ফাঁস নিয়ে আত্মহত্য করেছে। ময়না তদন্ত শেষে আমরা আমার বোনের লাশ নিয়ে মেগচামী গ্রামে আমার মামা মোঃ খোয়াজ খাঁনের বাড়ীতে এনে গোসল করানোর সময় আমার বোনের পিঠে, পাজরে, পায়, হাতে, বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারপিটের চিহ্ন দেখতে পাই। পরবর্তীতে মেগচামী গ্রামে আমার মামার বাড়ীতে আনিয়া লাশের গোসল করাইয়া মেগচামী গোরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয়।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যদি তারা পূনরায় মামলা দিতে চাই আমরা অবশ্যই নিব। অভিযোগ নিয়ে আমার নিকট কেউ আসেনি। মোবাইলে বলেছিল আমি তাদের বলেছি আমি ছুটিতে আছি।