বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে আওয়ামী লীগের ধাওয়া
- প্রকাশের সময় : ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ১০৭১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগ। শনিবার বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত¡র এলাকায় এ ঘটনা ঘটে।
বিকেল চারটার দিকে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র বড়পুল এলাকায় সমবেত হয় জেলার বিভিন্ন কলেজের কয়েকশ ছাত্র-ছাত্রী। পরে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা মিছিল বের করে। জাতীয় পতাকা হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ¯েøাগান এবং ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিতে মিছিল ছিল মুখরিত। মিছিলটি পান্না চত্ত¡রে এসে থামার পর সেখানেই ¯েøাগান দিচ্ছিল। ছাত্রদের কর্মসূচি চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল পুলিশের কড়া প্রহরা। বিকেল পাঁচটার দিকে আওয়ামী লীগের একটি মিছিল পান্না চত্ত¡রে দিকে যায়। পুলিশের বাধা পেরিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি হাতে ছাত্রদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে ছাত্রদের কর্মসূচি পন্ড হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যায়। সেখানে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।