হরিজন উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ
- প্রকাশের সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১০৬৫ জন সংবাদটি পড়েছেন
ঢাকার মিরানজিল্লায় হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া এবং নির্যাতন নিপীড়িন বন্ধের দাবিতে শনিবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দুু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার যৌথ উদ্যোগে রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন সুনীল কুৃমার দাস, দেবব্রত দে বাদল, সুজিৎ নন্দী, গৌতম বসু, উত্তম দাস হেলা প্রমুুখ। সমাবেশ পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় যেভাবে হরিজনদের উচ্ছেদ প্রক্রিয়ার ষড়যন্ত্র করা হচ্ছে তা খুবই নিন্দনীয়। হরিজনরা খুবই মানবেতর জীবন যাপন করে। তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে। পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা যাবেনা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।