Dhaka ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিয়ন উপ নির্বাচনকে ঘিরে পাংশায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ \ আহত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / ১০৬৩ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। রোববার রাত আটটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো এবং মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মৃধার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তারা পরস্পরকে দায়ী করেছেন।

জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পদত্যাগ করে উপজেলা নির্বাচন করে চেয়ারম্যান পদে বিজয়ী হন। তার ছেলে খন্দকার সিসিল মাছপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মৃধাও নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। তপশীল ঘোষণা না হলেও দুজনেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। উপ নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী মৃধা জানান, মাছপাড়া ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। মানুষের কাছে ভোটও চাইছেন। রোববার পাংশায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে রাতে তার সমর্থকরা মোটরসাইকেল বহর নিয়ে ফিরছিল। মাছপাড়া বাজার  অতিক্রম করার সময় খন্দকার সাইফুল ইসলাম বুড়োর লোকজন লাঠি সোঠা হকি স্টিক নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আরজেন আলী, তপু মন্ডল ও মিরাজ হোসেন নামে তাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে উপজেলা চেয়ারম্যানের লোকজন মাছপাড়া বাজারে তার সমর্থক হিরকের দোকান ও একটি বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় পাংশা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

হামলার অভিযোগ অস্বীকার করে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলার নির্র্বানির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো জানান, তার ছেলে সিসিল উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। একারণে সুরুজ মৃধা পায়ে পা দিয়ে ঝামেলা সৃষ্টি করতে চাইছে। বিষয়টি তিনি আগেই থানার ওসিকে জানিয়েছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার লোকজন ভ্যানযোগে যাওয়ার সময় সুরুজ মৃধার মোটরসাইকেল বহর প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। রাতে তারা যখন রেল লাইনের ধারে বসে গল্প করছিলেন, তখন সুরুজ মৃধার লোকজন মোটরসাইকেল বহর নিয়ে ফিরছিল। ওই সময় তাদের উদ্দেশ্য করে উস্কানীঘমূলক কথাবার্তা বলে। পরে তাদের লোকজনের উপর হামলা চালায়। এতে তাদের দুজন কর্মী আহত হয়ে পাংশা হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। দুই পক্ষ থেকেই অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি যাচাই বাছাই করে দেখছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইউনিয়ন উপ নির্বাচনকে ঘিরে পাংশায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ \ আহত ৫

প্রকাশের সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। রোববার রাত আটটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো এবং মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মৃধার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তারা পরস্পরকে দায়ী করেছেন।

জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পদত্যাগ করে উপজেলা নির্বাচন করে চেয়ারম্যান পদে বিজয়ী হন। তার ছেলে খন্দকার সিসিল মাছপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মৃধাও নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। তপশীল ঘোষণা না হলেও দুজনেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। উপ নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী মৃধা জানান, মাছপাড়া ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। মানুষের কাছে ভোটও চাইছেন। রোববার পাংশায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে রাতে তার সমর্থকরা মোটরসাইকেল বহর নিয়ে ফিরছিল। মাছপাড়া বাজার  অতিক্রম করার সময় খন্দকার সাইফুল ইসলাম বুড়োর লোকজন লাঠি সোঠা হকি স্টিক নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আরজেন আলী, তপু মন্ডল ও মিরাজ হোসেন নামে তাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে উপজেলা চেয়ারম্যানের লোকজন মাছপাড়া বাজারে তার সমর্থক হিরকের দোকান ও একটি বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় পাংশা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

হামলার অভিযোগ অস্বীকার করে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলার নির্র্বানির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো জানান, তার ছেলে সিসিল উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। একারণে সুরুজ মৃধা পায়ে পা দিয়ে ঝামেলা সৃষ্টি করতে চাইছে। বিষয়টি তিনি আগেই থানার ওসিকে জানিয়েছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার লোকজন ভ্যানযোগে যাওয়ার সময় সুরুজ মৃধার মোটরসাইকেল বহর প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। রাতে তারা যখন রেল লাইনের ধারে বসে গল্প করছিলেন, তখন সুরুজ মৃধার লোকজন মোটরসাইকেল বহর নিয়ে ফিরছিল। ওই সময় তাদের উদ্দেশ্য করে উস্কানীঘমূলক কথাবার্তা বলে। পরে তাদের লোকজনের উপর হামলা চালায়। এতে তাদের দুজন কর্মী আহত হয়ে পাংশা হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। দুই পক্ষ থেকেই অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি যাচাই বাছাই করে দেখছে।