যুবলীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
- প্রকাশের সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / 196
রাজবাড়ীতে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে কেন্দ্রিয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় সম্মেলন সফল করতে সাংবাদিকদের ভুমিকার কথা জানান। বিশেষভাবে তাদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যেন কোন প্রতিবন্ধকতা না হয় সেদিকে খেয়াল রাখতে তাদের সব ধরনের সহযোগীতা থাকবে বলে জানান নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বালাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সুব্রত পাল,সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল,প্রচার সম্পাদক জয়দেব নন্দী,আইটি সম্পাদক শামসুল আলম অনিক , গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন,সাংস্কৃতি সম্পাদক বিপ্লব মুস্তাফিজ,উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা,উপ আইটি সম্পাদক এনআই আহম্মেদ সৈকত,কার্যনির্বাহী সদস্য ডা. আওরঙ্গজেব আরু,সম্মেলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মো. শওকত হাসান প্রমূখ। সংবাদ সম্মেলনে রাজবাড়ীর ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।