গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নুরে আলম সিদ্দিকী হক
বর্তমান সরকার কৃষি বান্ধব
- প্রকাশের সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
- / 176
বাংলাদেশ কৃষক লীগ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
বেলা ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ কৃষক লীগের গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক আঃ মমিন শেখের সভাপতিত্বে এতে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আবু বক্কার খান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আঃ ওয়াদুদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির গন-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ জামাল হোসেন মুন্না, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মোঃ ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ।
বিকেল ৪ টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। উপস্থিত নেতৃবৃন্দের সমন্বয়ে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দীকি হক অংশিক কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি পদে মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পদে মো. শামীম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল প্রামাণিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খান, সাংগঠনিক সম্পাদক পদে মো. মুরাদ হোসেন ও গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি ভোরের পাতা পত্রিকার সাংবাদিক আবুল হোসেন এর নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এই সরকারের আমলেই কৃষক নিরাপদ ও ভালো থাকে। কৃষিতে যে ভর্তুকি আওয়ামী লীগের সরকার দেয় তা আগের কোন সরকার দেয়নি। যারা গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের পদে আসবেন তারা কৃষকদের জন্য কাজ করবেন।