আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১২৩৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কালুখালীর মহাসড়কে গরু ভর্তি পিকআপ ডাকাতির ঘটনায় রাজবাড়ীর কালুখালী থানার পুলিশ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার থেকে আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। দুপুর ১২টায় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলি গ্রামের আফজাল মোল্লার ছেলে আকবর মোল্লা, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মছিরউদ্দিনের ছেলে মমিনুল ওরফে রূপচান, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ইয়াকুব আলী শেখ, সাটুরিয়া উপজেলার পোড়াগ্রামের মো. রব্বানীর ছেলে মো. সুজন এবং লক্ষীপুর সদর উপজেলার মো. হাবিবুর রহমানের ছেলে শাহিন মোল্লা। এদের মধ্যে আকবর মোল্লা ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে একটি ট্রাক জব্দ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, গত ৪ জুলাই তারিখে কালুখালী উপজেলা এলাকায় গরু ভর্তি একটি পিকআপ ডাকাতির ঘটনায় কালুখালী থানায় মামলা হয়। মামলার সূত্র ধরে ডাকাতদের শনাক্ত করার পর মঙ্গলবার ভোরে ডাকাতদলের অবস্থানের খবর জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ৫ জন আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থানে তারা চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করে থাকে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনর, কালুখালী থানার ওসি নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।