শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ
- প্রকাশের সময় : ০৫:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৩৭৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল চারটায় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যড. উজীর আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, যুব মহিলা লীগের মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামাত জোট ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নানান কটূক্তি করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।