শ্লীলতাহানি করায় নদীতে ঝাঁপ কিশোরীর॥ গ্রেপ্তার প্রেমিক
- প্রকাশের সময় : ০৭:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / 200
জনতার আদালত অনলাইন ॥ শ্লীলতাহানি করায় নদীতে ঝাঁপ দিয়েছে এক কিশোরী। রোববার বিকেলে রাজবাড়ী শহরতলীর গোদারবাজার এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে প্রেমিক ইব্রাহীম খলিলের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ রোববার দিবাগত ভোররাতে তাকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। কিশোরী রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান জানান, ওই কিশোরীর সাথে ইব্রাহীমের প্রেমের সম্পর্ক ছিল। ইব্রাহীম কিশোরীকে ফুঁসলিয়ে নদীতে ঘুরতে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এসময় কিশোরী মনের ক্ষোভে নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে কিশোরীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার রাতেই কিশোরী বাদী হয়ে প্রেমিক ইব্রাহীমের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে চালান করেছে।