রাজবাড়ীতে মোবাইল টাওয়ারের ব্যাটারীসহ গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / 258
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মোবাইল ফোন কোম্পানী বাংলালিংক টাওয়ারের চুরি হয়ে যাওয়া দুটি ব্যাটারীসহ আমিন উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে শহরের চরলক্ষীপুর তালতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সেনপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে সদর উপজেলার বাগমারা এলাকায় বাংলালিংকের মোবাইল টাওয়ার থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের দুটি ব্যাটারী চুরি হয়। একারণে ওই এলাকায় নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। বাংলালিংকের কর্মকর্তা আবুল কালাম আজাদ নেটওয়ার্ক দুর্বল হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে টাওয়ারের কাছে গিয়ে দেখেন দুটি মূল্যবান চুরি হয়েছে। শনিববারই তিনি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
রাজবাড়ী সদর থানার এসআই আমিনুল হাসান জানান, আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।