Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন সাংবাদিক আজু শিকদারের মা মমতাজ বেগম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / ১৪৬৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের মা মমতাজ বেগম (৬৬) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মরহুম আঃ আজিজ শিকদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গোয়ালন্দ উপজেলার প্রথম নারী শিক্ষক ছিলেন তিনি।

মঙ্গলবার বাদ এশা নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি উপজেলার প্রথম মহিলা শিক্ষক এবং একজন আদর্শ গর্বিত মা হিসেবে ২০১৫ সালে উপজেলা পর্যায়ে সম্মাননা লাভ করেন।

মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এ অবস্থায় এক সপ্তাহ আগে তাঁকে ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় সোমবার করোনা পজিটিভ আসে। এ অবস্থায় তাঁর একান্ত অনুরোধে ওই দিনই তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছিল। মঙ্গলবার দুপুরের দিকে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল। এ লক্ষ্যে বেলা ৩টার দিকে তাঁকে নেয়ার জন্য বাড়িতে অ্যম্বুলেন্স পৌছালেও ওই সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার বড় ছেলে লেখক রাজু শিকদার জানান, তার মা ১৯৭২ সালে গোয়ালন্দ উপজেলার প্রথম নারী শিক্ষক হিসেবে বালিয়াকান্দি প্রাইমারি স্কুলে যোগদান করেন। ২০১৩ সালে হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। আমি আমাদের মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

মমতাজ বেগমের মৃত্যুতে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক করিম ইসহাক, যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক শামীম শেখ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত প্ররিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনায় মারা গেলেন সাংবাদিক আজু শিকদারের মা মমতাজ বেগম

প্রকাশের সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

জনতার আদালত অনলাইন ॥ দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের মা মমতাজ বেগম (৬৬) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মরহুম আঃ আজিজ শিকদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গোয়ালন্দ উপজেলার প্রথম নারী শিক্ষক ছিলেন তিনি।

মঙ্গলবার বাদ এশা নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি উপজেলার প্রথম মহিলা শিক্ষক এবং একজন আদর্শ গর্বিত মা হিসেবে ২০১৫ সালে উপজেলা পর্যায়ে সম্মাননা লাভ করেন।

মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এ অবস্থায় এক সপ্তাহ আগে তাঁকে ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় সোমবার করোনা পজিটিভ আসে। এ অবস্থায় তাঁর একান্ত অনুরোধে ওই দিনই তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছিল। মঙ্গলবার দুপুরের দিকে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল। এ লক্ষ্যে বেলা ৩টার দিকে তাঁকে নেয়ার জন্য বাড়িতে অ্যম্বুলেন্স পৌছালেও ওই সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার বড় ছেলে লেখক রাজু শিকদার জানান, তার মা ১৯৭২ সালে গোয়ালন্দ উপজেলার প্রথম নারী শিক্ষক হিসেবে বালিয়াকান্দি প্রাইমারি স্কুলে যোগদান করেন। ২০১৩ সালে হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। আমি আমাদের মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

মমতাজ বেগমের মৃত্যুতে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক করিম ইসহাক, যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক শামীম শেখ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত প্ররিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।