Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • / ১৫০০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামে আব্দুল ওহাব মন্টু (৬৫) নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে আটটার দিকে সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত মন্টু একই ইউনিয়নের পশ্চিম প্রেমটিয়া এলাকার বাসিন্দা ছিলেন। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম, পাংশা থানার ওসি আহসানউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পাংশা থানা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে সরিষা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার বুকে ও মাথায় দুটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মন্টু আগে চরমপন্থী দলের সাথে যুক্ত ছিল। বর্তমানে সে স্বাভাবিক জীবন যাপন করছিল।
নিহতের ছেলে বিপ্লব জানান, তার বাবা কৃষিকাজ করতেন। রোববার মাগরিবের নামাজের আগে তিনি বাড়ি থেকে সরিষা বাজারে আসেন। সন্ধ্যার পরে তিনিও বাজারে গেলে বাবার সাথে দেখা ও কথাও হয়েছিল। বাবা বলেছিলেন; আর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরবেন। তিনি আরও জানান, সাম্প্রতিক সময় কারো সাথে তেমন কোনো ঝামেলাও ছিল না তার বাবার। কারা তার বাবাকে হত্যা করেছে এ সম্পর্কে কোন ধারণা নেই।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কিছুদিন আগে পাংশা এলাকার এক চরমপন্থী অস্ত্রগুলি সহ পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই চরমপন্থী বাহিনীর ধারণা; আব্দুল ওহাব মন্টুর দেয়া তথ্যে সে গ্রেফতার হয়েছিল। এঘটনাকে কেন্দ্র করেও তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পাংশা থানার ওসি আহসানউল্লাহ জানান, নিহত মন্টু আগে চরমপন্থী সংগঠনের সাথে যুক্ত ছিল। কী কারণে কারা তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশ হত্যারহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। একই সাথে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামে আব্দুল ওহাব মন্টু (৬৫) নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে আটটার দিকে সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত মন্টু একই ইউনিয়নের পশ্চিম প্রেমটিয়া এলাকার বাসিন্দা ছিলেন। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম, পাংশা থানার ওসি আহসানউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পাংশা থানা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে সরিষা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার বুকে ও মাথায় দুটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মন্টু আগে চরমপন্থী দলের সাথে যুক্ত ছিল। বর্তমানে সে স্বাভাবিক জীবন যাপন করছিল।
নিহতের ছেলে বিপ্লব জানান, তার বাবা কৃষিকাজ করতেন। রোববার মাগরিবের নামাজের আগে তিনি বাড়ি থেকে সরিষা বাজারে আসেন। সন্ধ্যার পরে তিনিও বাজারে গেলে বাবার সাথে দেখা ও কথাও হয়েছিল। বাবা বলেছিলেন; আর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরবেন। তিনি আরও জানান, সাম্প্রতিক সময় কারো সাথে তেমন কোনো ঝামেলাও ছিল না তার বাবার। কারা তার বাবাকে হত্যা করেছে এ সম্পর্কে কোন ধারণা নেই।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কিছুদিন আগে পাংশা এলাকার এক চরমপন্থী অস্ত্রগুলি সহ পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই চরমপন্থী বাহিনীর ধারণা; আব্দুল ওহাব মন্টুর দেয়া তথ্যে সে গ্রেফতার হয়েছিল। এঘটনাকে কেন্দ্র করেও তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পাংশা থানার ওসি আহসানউল্লাহ জানান, নিহত মন্টু আগে চরমপন্থী সংগঠনের সাথে যুক্ত ছিল। কী কারণে কারা তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশ হত্যারহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। একই সাথে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।