Dhaka ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ‘ঘাড়ধাক্কা’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 58

 

ঝালকাঠির রাজাপুরে ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল গাজী।

ডহরশঙ্কর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে রবিউল গাজী জানান, তার ছোট ভাই সিয়াম সৌদি আরব যাবেন। এ কারণে ভোটার আইডি কার্ড করতে অনলাইনে ফরম পূরণের পর কাগজপত্রসহ নির্বাচন অফিসে যান। এ সময় দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক ও তার সহকারী বিপ্লব কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা ২ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বেয়াদব বলে গালাগাল করেন। এক পর্যায়ে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন।

অভিযোগ অস্বীকার করেছেন এমদাদুল হক। তার দাবি, রবিউল নামে একজন ভোটার হতে আসেন। তাকে বলা হয়, ভোটার হতে যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো ঝালকাঠি সদর ও নলছিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ কারণে অফিসে কাজ করার সুযোগ নেই। এভাবে বুঝিয়ে বলার পরেও তিনি টাকা দিলে সব হয় বলতে থাকেন। এর পর দেখে নেবেন বলে উচ্চ স্বরে কথা বললে কর্মচারীরা তাকে অফিস থেকে বের করে দেয়।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ‘ঘাড়ধাক্কা’

প্রকাশের সময় : ১০:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

 

ঝালকাঠির রাজাপুরে ঘুষ না পেয়ে ভোটার হতে আসা এক ব্যক্তিকে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল গাজী।

ডহরশঙ্কর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে রবিউল গাজী জানান, তার ছোট ভাই সিয়াম সৌদি আরব যাবেন। এ কারণে ভোটার আইডি কার্ড করতে অনলাইনে ফরম পূরণের পর কাগজপত্রসহ নির্বাচন অফিসে যান। এ সময় দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক ও তার সহকারী বিপ্লব কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা ২ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বেয়াদব বলে গালাগাল করেন। এক পর্যায়ে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন।

অভিযোগ অস্বীকার করেছেন এমদাদুল হক। তার দাবি, রবিউল নামে একজন ভোটার হতে আসেন। তাকে বলা হয়, ভোটার হতে যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো ঝালকাঠি সদর ও নলছিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ কারণে অফিসে কাজ করার সুযোগ নেই। এভাবে বুঝিয়ে বলার পরেও তিনি টাকা দিলে সব হয় বলতে থাকেন। এর পর দেখে নেবেন বলে উচ্চ স্বরে কথা বললে কর্মচারীরা তাকে অফিস থেকে বের করে দেয়।