‘কুত্তা রাব্বি’ ও ‘বেজি সাগর’ গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 109
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকান্ডের ঘটনার অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বি (১৮) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদিকে, বাড্ডা এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাসকে (২৩) গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) রাত ১ টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে গত ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবি সূত্রে আরও জানা যায়, এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি পুলিশ। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। আর গত রাতে রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে ‘ব্লেড বাবু’ হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, রাজধানীর বাড্ডা এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাসকে (২৩) গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে বাড্ডার আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা পুলিশ জানায়, রবিবার মধ্য রাতে বাড্ডা থানা পুলিশ জানতে পারে আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকায় আলমগীরের মুদি দোকানের সামনে ছিনতাইয়ের উদ্দেশে দেশি অস্ত্রসহ কয়েকজন লোক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ। অবস্থানকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এমন সময় সাগর ও রনিকে ছুরি এবং চাকুসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক বিক্রয় ও বহু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মো. সাগর হোসেন ওরফে বেজি সাগরের বিরুদ্ধে বাড্ডা থানা, হাতিরঝিল থানা ও খিলগাঁও থানায় চুরি, ছিনতাই ও মাদকের নয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত রনি বিশ্বাসের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকের চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও তাদের সহযোগী অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।