রাবিতে মেয়েকে নিয়ে পালানোর সময় কলেজছাত্রের মৃত্যু
- প্রকাশের সময় : ০২:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / 31
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাব (২২) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিমুল রাজশাহী নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, রাত দশটার দিকে তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে শিমুল একটি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। নিয়মিত টহলের সময় প্রক্টরের গাড়ি দেখে তারা মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। নির্মাণাধীন রাস্তায় গিয়ে শিমুল মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, “আমরা লাইব্রেরি থেকে ফেরার পথে দেখি, একজন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। কিছুদূর গিয়ে তিনি পড়ে যান। তার সঙ্গে থাকা মেয়েটি অক্ষত ছিলেন, তবে শিমুল ঘটনাস্থলেই জ্ঞান হারান।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো বাহ্যিক আঘাত বা রক্তের দাগ পাওয়া যায়নি। তবে মাথায় গুরুতর আঘাত এবং রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এদিকে শিমুলের পরিবারের দাবি, তাকে মারধর করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী মামলা হতে পারে।”