Dhaka ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নীতিমালা ‘হচ্ছে’, একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হওয়া যাবে না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 24

ব্যাটারিচালিত রিকশা পরিচালনায় একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রস্তাবিত নির্দেশনায় কোনো ব্যক্তি একটির বেশি ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না।’ এই নীতিমালার মূল কথাই হলো চালকদের রিকশার মালিক হতে হবে।

এসব যানবাহনের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও নানা সমস্যার সৃষ্টি করেছে। আমাদের সম্মিলিতভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে।’

প্রধান সড়ক ও বাস রুট পরিহার করে এসব রিকশা যাতে চালানো যায়, মালিক ও চালকদের প্রতি সেই আহ্বানও জানান তিনি।

মেট্রোপলিটন এলাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশকারী ব্যাটারিচালিত রিকশা ঠেকাতে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে পরিবহন খাতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। মালিক-শ্রমিক কাউকেই চাঁদার টাকা দিতে হবে না। এ ধরনের টাকা দাবি করলে নিকটস্থ থানা বা ফাঁড়িতে অভিযোগ করুন।’

রিকশা মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেন এবং তা সমাধানে ডিএমপি কমিশনারের সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নীতিমালা ‘হচ্ছে’, একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হওয়া যাবে না

প্রকাশের সময় : ০২:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ব্যাটারিচালিত রিকশা পরিচালনায় একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রস্তাবিত নির্দেশনায় কোনো ব্যক্তি একটির বেশি ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না।’ এই নীতিমালার মূল কথাই হলো চালকদের রিকশার মালিক হতে হবে।

এসব যানবাহনের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও নানা সমস্যার সৃষ্টি করেছে। আমাদের সম্মিলিতভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে।’

প্রধান সড়ক ও বাস রুট পরিহার করে এসব রিকশা যাতে চালানো যায়, মালিক ও চালকদের প্রতি সেই আহ্বানও জানান তিনি।

মেট্রোপলিটন এলাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশকারী ব্যাটারিচালিত রিকশা ঠেকাতে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে পরিবহন খাতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। মালিক-শ্রমিক কাউকেই চাঁদার টাকা দিতে হবে না। এ ধরনের টাকা দাবি করলে নিকটস্থ থানা বা ফাঁড়িতে অভিযোগ করুন।’

রিকশা মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেন এবং তা সমাধানে ডিএমপি কমিশনারের সহযোগিতা কামনা করেন।