পরিত্যক্ত বাড়ি মাদকসেবীদের নিরাপদ আখড়া
- প্রকাশের সময় : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / 38
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পার-ভেল্লা বাড়িয়া (বাসগ্রাম) এলাকায় জনমানবশূন্য একটি পরিত্যক্ত বাড়ি এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। বিকেল হলেই মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনার পাশপাশি সেবনও করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বাড়ির মালিক উদ্বিগ্ন।
জানা যায়, গত ২০২২ সালের ডিসেম্বর মাসে বাড়ির মালিক নুরুল ইসলাম খানের মৃত্যুর পর থেকে আধাঁ পাকা টিনের বাড়িতে কেউ থাকে না।ফলে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকার মাদকসেবীরা নিরাপদ স্থান হিসেবে বাড়িটি ব্যবহার করে আসছে। বিকেল হলেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবীরা বাড়িতে এসে জড়ো হয়। তারপর ঘরের ভেতর ও টিন দিয়ে ঘেরা বারান্দায় অবস্থান নিয়ে চলে মাদক বেচাকেনা ও মাদক সেবনের আসর। চলে গভীর রাত পর্যন্ত।
এলাকাবাসী জানায়, বাড়িটির আশেপাশে কোন বাড়ি ঘর না থাকায় মাদক ব্যবসায়ীরা নিরাপদ হিসেবে স্থানটিকে বেছে নিয়েছেন। মাদক কারবারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে পারছেন না।
বাড়ির মালিক নুরুল ইসলাম খানের কোন ছেলে সন্তান নেই। মেয়ে থাকলেও সবার বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে কেউ থাকে না। এ বিষয়ে মেঝো মেয়ে হাবিবা জানান, আমি ছেলের পড়ালেখার সুবাদে পাংশা থাকি। তবে আমি বাবার ভিটায় থাকবো। কিন্তু এখন ভয় পাচ্ছি মাদক সেবীদের জন্য। আমি আশা করবো প্রশাসন যেনো এলাকার চিহ্নিত মাদক সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি পরিত্যক্ত ঘরে মাদক বেচাকেনা বা সেবন করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।