ঝুঁকি নিয়ে পারাপার
১৮ বছরেও চালু হয়নি পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ফেরিঘাট
- প্রকাশের সময় : ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / 20
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এবং পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ফেরিঘাট দীর্ঘ ১৮ বছর ধরে বন্ধ হয়ে আছে। বার বার আশ্বাস দিয়েও শুরু হয়নি ফেরি চলাচল। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছেন এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী।
সরেজমিন ঘুরে জানা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সংলগ্ন পানগুচি নদীতে সন্ন্যাসী-কলারন ফেরি ঘাটটি ২০০৬ সালের ৪ আগস্ট চালু হয়। চালুর এক বছর পর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে কলারন প্রান্তের ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর প্রায় ১৮ বছর কেটে গেলেও চালু করা হয়নি বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা-পিরোজপুর রুটের ইন্দুরকানীর এই ফেরি ঘাটটি।
ফলে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। দু’পাড়ের যাত্রী উঠানামার ঘাটটিও রয়েছে জরাজীর্ণ। জনগণ এ ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চায়।