‘আর কোনো অন্যায়-অবিচারের সঙ্গে যুক্ত হবে না বিএনপি’
- প্রকাশের সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ১০২৭ জন সংবাদটি পড়েছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। আর কোনো অন্যায় অবিচারের সঙ্গে যুক্ত হবে না বিএনপি।’
মঙ্গলবার বিকেলে ১৭ বছর পর কারামুক্তি পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
এ সময় ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনো অপরাধীদের সঙ্গী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন নজরুল ইসলাম খান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতি করে আসছেন পিন্টু। তাকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। তার মতো যারা সততার রাজনীতি করেছে তাদের ধ্বংস করার সব আয়োজন করেছিল শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘মিথ্যাবাদী মহাচোর লুটেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা কখনোই সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। যারা এখনো তার গুণকীর্তন করেন তারা স্বাধীনতায় বিশ্বাস করে না।’
এর আগে, সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় ছাদ খোলা গাড়িতে মাথা বের করে শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির এই নেতা।
আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।
২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি গ্রেফতার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এই মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।