ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১৫
- প্রকাশের সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৭ জন সংবাদটি পড়েছেন
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসসহ সাতটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটনায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের হাসাড়া থেকে ছনবাড়ী পর্যন্ত পরপর সাতটি যানবাহন দুর্ঘটনায় শিকার হয়।
ইতিমধ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু শুরু করেছে। এ ঘটনায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ ও শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘনকুয়াশার কারণে রবিবার ভোর ৬টার দিকে পরপর সাতটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।