পাংশায় পাগলা কুকুরের কামড়ে আহত ৭
- প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ সাতজন আহত হয়েছে। সোমবার সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর ও পাশর্^বর্তী শরিষা ইউনিয়নের রুপিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলো বকুল মিয়া (৮০), কাশেম আলী(৫৩), সুজন(১১), মারিয়া (৪), ফাহমিদা(১২), জান্নাত(১০), ওমর ওসমান(২৭) ও স্বাধীন (২৩)। এদের বাড়ি বাবুপাড়া ও সরিষা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আহতদের স্বজনদের বরাতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তিতুমীর বিশ্বাস জানান, শরিষা ইউনিয়নের সুজানগর এলাকার একটি কুকুর ক্ষেপে যায়। সোমবার সকাল থেকে সে মানুষ দেখলেই কামড়াতে থাকে। ওই গ্রামের বেশ কয়েকজনকে কামড়ানোর পর স্থানীয়রা সেটিকে তাড়া করে। মানুষের তাড়া খেয়ে পাশর্^বর্তী সরিষা ইউনিয়নের রুপিয়াটে যায়। সেখানেও বেশ কয়েকজনকে কামড়ায়। তাদের মধ্যে এ পর্যন্ত সাতজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। দুটি গ্রামেই কুকুর আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুবউদ্দিন জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত সাতজন রোগী চিকিৎসা নিতে আসে। তাদের প্রাথমিক চিকিৎসাসহ ভ্যকসিন দেওয়া হয়েছে।